1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 31, 2025, 7:57 pm

ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Friday, October 15, 2021
  • 482 Time View

যুক্তরাজ্যের লে-অন-সিতে অবস্থিত স্থানীয় একটি চার্চে ছুরিকাঘাতে ব্রিটিশ সংসদ সদস্য ডেভিড অ্যামেস নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে তার কার্যালয় ও পুলিশ সূত্রে জানিয়েছিল অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাত করে হামলাকারী। এই ঘটনায় এক সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, লে-অন-সি’র বেলফায়ার মেথোডিস্ট চার্চে তিনি হামলার শিকার হন।

বিবিসি জানায়, ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিবিদ ১৯৯৭ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে এসেক্স পুলিশ জানায় লে-অন-সি’র ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আমরা এই ছুরিকাঘাতের খবর পাই। কিছুক্ষণ পরই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV