1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 31, 2025, 4:11 pm

পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বদিউল আলম

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Sunday, February 19, 2023
  • 683 Time View

ডেস্ক রিপোর্টঃ পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। আজ রবিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে তিনি এ সহায়তা সামগ্রী তাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎসজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মাস্টার আবুল কালাম, দেলোয়ার হোসেন মেম্বার, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, রবিন উদ্দিন, আশিক, আতিক হাসান, ইসমাইল। কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে কম্বল, শাড়ি, লুঙি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আমি ব্যাপকভাবে আরো পাশে থাকার চেষ্টা করবো। সমাজের বিত্তবানদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন মিজানুর রহমানের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকা।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV