1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 6:13 pm

পটিয়ায় এ‌তিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করলেন মোঃ ফারুক

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Saturday, January 7, 2023
  • 266 Time View

ডেস্ক রিপোর্ট : প‌টিয়ার বি‌ভিন্ন মাদ্রাসা ও এ‌তিমখানার ছাত্রদের মা‌ঝে শীতবস্ত্র ও কম্বল উপহার দি‌য়ে‌ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপ‌ক্ষের বোর্ড সদস‌্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ ফারুক।গতকাল শুক্রবার সক‌া‌লে পটিয়ার মোহাম্মদ নগরস্থ নিজ বাসভব‌নে তিনি এই শীতবস্ত্র প্রদান করেন। এসময় মোঃ ফারুক আর্ত মানবতার সেবায় সমা‌জের সামর্থবান‌দের এ‌গি‌য়ে আসার আহ্বান জা‌নি‌য়ে ব‌লেন, প্রচন্ড শী‌তে নিম্ন আয়ের মানুষ খুবই ক‌ষ্টে আ‌ছেন। মাদ্রাসা ও এ‌তিমখানার ছাত্রদের অ‌ধিকাংশই‌ মে‌ঝে‌তে বিছানা ক‌রে ঘুমায়, শী‌তের ঠান্ডায় তা‌দের অনেক কষ্ট হচ্ছে। সমা‌জে অ‌নেক লোক র‌য়ে‌ছে যা‌দের শীত নিবার‌নের জন‌্য পর্যাপ্ত গরম কাপড় নেই, যার যার সাম‌র্থ্যানুসা‌রে অসহায় মানু‌ষের পা‌শে দাঁড়া‌নো আমা‌দের সামা‌জিক ও নৈ‌তিক দা‌য়িত্ব। এসময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম দ‌ক্ষিন জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের উপ শিল্প বিষয়ক সম্পাদক আনছুর আলী মেম্বার, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সদস‌্য সু‌জিৎ বড়ুয়া শিমুল, ‌মো. আবু তা‌হের, সা‌বেক ছাত্রনেতা মো. শাহ আলম, এড‌ভো‌কেট শওকত আলী চৌধুরী, সরওয়ার আজম খান, মো. আলমগীর, সাদ্দাম হো‌সেন, রিফাত হো‌সেন, মা‌হিন ফারুক ও সামীউল ফারুক সহ কালার‌পোল শিকলবাহা অ‌হিদীয়া এ‌তিমখানা ও হেফজখানা, নলান্দা শাহ্ আফজল আউ‌লিয়া এ‌তিমখানা ও হেফজখানা, ছৈয়দ ভান্ডার দরবার শরীফ মায়াজান বি‌বি নুরজাহান এ‌তিমখানা ও হেফজখানা, প‌শ্চিম কুসুমপুরা গাউ‌ছিয়া তৈয়‌বিয়া তা‌হেরীয়া সুন্নীয়া মাদ্রাসা ও হেফজখানার প‌রিচালকবৃন্দ।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV