1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 31, 2025, 1:55 am

পটিয়ায় ৭০০ পরিবারে খালেক ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Friday, March 8, 2024
  • 204 Time View

ডেস্ক রিপোর্ট: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দাতব্য সংস্থা চাচা খালেক ফাউন্ডেশনের পক্ষ থেকে পটিয়ায় ৭০০ পরিবার পেলেন খাদ্য সামগ্রী। তাদের মধ্যে ৫০০ মুসলিম পরিবার পেয়েছে ইফতার সামগ্রী এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী ২০০ পরিবার পেলেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। 

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ভাটিখাইন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান মুহাম্মদ বখতিয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিরাজুল ইসলাম মাস্টার, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য সাংবাদিক আ ন ম সেলিম,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নুরুল আবছার নোমান, তিলক পাল, আবু তালেব,কাজী রোকসানা, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাহিত্য সম্পাদক রিয়াজ উদ্দিন রিপন, সাংস্কৃতিক সম্পাদক মো: বিন ফয়সাল মিজান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যান সম্পাদক জালাল উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, যুবলীগ নেতা কাইছার হিরো, মো: মাসুদ প্রমূখ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম বলেন, এ ধরনের মানবিক কাজ যতদূর সম্ভব  চলমান থাকবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আগামীতে আরও সুদূরপ্রসারী চিন্তা ভাবনা রয়েছে। সমাজের বিত্তবানদের এধরণের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও কৃচ্ছতাসাধনের পরামর্শ দিয়েছেন। এরই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি বাদ দিয়েছেন এবং একইসঙ্গে গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রমজান মাস জুড়ে সারাদেশে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV