1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 31, 2025, 4:42 am

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি,নুরুল করিম সম্পাদক

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Friday, March 1, 2024
  • 228 Time View

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন পর চট্টগ্রামের পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রনেতা ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিমকে। কমিটিতে একজন সভাপতি, ৪ জন সহ-সভাপতি, ১ জন অতিরিক্ত সাধারণ সম্পাদক ১জন, যুগ্ম সম্পাদক ২জন, কোষাধ্যক্ষ ১জন, নির্বাহী সদস্য ১৩ জন ও নির্বাহী সদস্য (মহিলা) ২জন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দীন ভুইয়া স্বাক্ষরিত এ কমিটি ঘোষনা করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে অবিহত করা হয়েছে।

আগামীকাল শনিবার বিকেলে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার প্রথম সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো: নুরুল করিম জানান, আওয়ামী লীগ বিগত ১৫ বছর একটানা ক্ষমতায় থাকলেও পটিয়ার ক্রীড়াঙ্গনের নেতৃত্ব আওয়ামী লীগের হাতে ছিলো না। ফলে তরুণ প্রজন্ম শুধু খেলাধূলা থেকেই বঞ্চিত হয়নি ক্রীড়াঙ্গনে স্থবিরতাও বিরাজ করছিল। একসময় পটিয়ার ছেলেরা ফুটবল ক্রিকেট, কুংফু, ক্যারাতে, হকিতে জাতীয় পর্যায়ে খেলেছে। কিন্তু বিগত ১৫ বছর জাতীয় পর্যায়ে পটিয়ার প্রতিনিধিত্ব শূন্যের কোঠায় নেমে আসে। বিগত ১৫ বছর পটিয়ার এমপি ছিলেন সামশুল হক চৌধুরী । তিনি বিগত ১৫ বছর দলীয় নেতাকর্মীদের কোণঠাসা করে বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি থেকে দলে অনুপ্রবেশকারীদের দিয়ে ক্রীড়া সংস্থাকে সাজিয়েছিল। নানা বিতর্কিত কান্ডের কারণে দলীয় মনোনয়নের দৌড় থেকে ছিটকে পড়েন তিনি। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া হুইপ সামশুল হক চৌধুরী এমপি আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর কাছে প্রায় ৮৫ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV