1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 3:09 am

আজীবন পটিয়ার মানুষের পাশে থাকব-দিদারুল আলম

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Sunday, April 28, 2024
  • 289 Time View

ডেস্ক রিপোর্ট :
আসন্ন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রবিবার দুপুরে পটিয়ার একটি অভিজাত রেঁস্তোরায় এ মতবিনিময় করেন তিনি । এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নাজমুল সাকের সিদ্দিকী,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রিয়াজুদ্দিন রিপন প্রমূখ।

মত বিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম দিদার বলেন, তার পিতা বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি কোনদিন অপরাধ কর্মকান্ডে জড়িত ছিলেন না এবং রাস্ট্রীয় কোন সুযোগ
সুবিধাও নেননি। দীর্ঘদিন তিনি রাজনীতির পাশাপাশি এমএ খালেক ফাউন্ডেশনের (চাচা খালেক) অর্থায়নে পটিয়াতে মানবিক কাজ করে চলেছেন।

আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি নির্বাচিত হলে পটিয়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে সমন্বয় করে পটিয়াতে কাজ করবেন। তাছাড়া পটিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনজ্জীবিত করে মাদক, সন্ত্রাসমুক্ত পটিয়া উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন আমি আমৃত্যু পটিয়ার মানুষের পাশে থাকব। আমার চাওয়া পাওয়ার কোন কিছু নেই। আমি দিতে এসেছি। এজন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ মে, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ৬-৮ মে, রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে ও ভোট গ্রহণ ২৯ মে (বুধবার)।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV