1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 29, 2025, 11:32 pm

কচুয়াই ইউনিয়নে এক হাজার পরিবার পেলেন এম এ খালেক ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Monday, March 25, 2024
  • 374 Time View

ডেস্ক রিপোর্ট :
পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে এক হাজার পরিবার পেলেন ইফতার ও খাদ্য সামগ্রী।

সোমবার (২৫ মার্চ) বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক ফাউন্ডেশনের অর্থায়নে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার।

কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কবির আহমদ সওদাগর,ফরিদ উদ্দিন বাবুল, কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মন্নান, যুগ্ম সম্পাদক রফিকুল আলম, ইউপি সদস্য সেলিনা আকতার, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মো: বিন ফয়সাল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যান সম্পাদক জালাল উদ্দীন, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা ওয়াসিক সাকিব, মো: সাকিব, কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিশান ভট্টাচার্য প্রমূখ।

এসময় চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন,মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV