1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 29, 2025, 11:37 pm

কর্ণফুলীতে আখতারুজ্জামান চৌধুরী ব্যাটমিন্টন টুর্নামেন্টের প্রস্তুতি সম্পন্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Saturday, January 21, 2023
  • 506 Time View

 

ডেস্ক রিপোর্ট : কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আখতারুজ্জামান চৌধুরী বাবু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ ইং এর প্রস্তুতি সম্পন্ন করতে। ু উপলক্ষে ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে প্রতিনিধি সভা কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে এবং কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মোঃ সেলিম হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু ব্যাডমিন্টন টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ মেম্বার, নির্বাহী সদস্য এম.এ রহিম, টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ ফরহাদ হোসেন,গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ্ আল মিজান, মিডিয়া কমিটির আহ্বায়ক নুরুল হক চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের ম্যানেজার ও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ২২ জানুয়ারী টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ২৬ জানুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টূর্ণামেন্টে অংশগ্রহনকারী দল সমূহ হল দ্বৈত জাগরণী সংঘ (চরপাথরঘাটা), কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি (শিকলবাহা),আমেনা রহমান স্মৃতি সংসদ (শিকলবাহা), শাহ্ আমানত তৃতীয় সেতু টোল প্লাজা (কর্ণফুলী), শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব (শিকলবাহা), রূপসী বাংলা স্পোর্টিং ক্লাব (চরলক্ষ্যা),বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি (বড়উঠান),জেন্টাল বয়েস ক্রীড়া সংঘ (জুলধা), মুক্ত বিহঙ্গ ক্লাব (চরপাথরঘাটা),আজিম হাকিম স্কুল এন্ড কলেজ (চরপাথরঘাটা),শাহ্অ হিদিয়া ফাউন্ডেশন (শিকলবাহা), বড়উঠান ফুটবল একাডেমি,চরলক্ষ্যা ফুটবল একাডেমি, কর্ণফুলী ১১ নাম্বার মাতব্বর ঘাট যাত্রী পারাপার সমিতি, চরলক্ষ্যা শেখ রাসেল স্মৃতি সংসদ, কালের কন্ঠ শুভ সংঘ (কর্ণফুলী)।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV