ডেস্ক রির্পোটঃ বিনা নোটিশে বিভিন্ন ব্যাংকার ৫ হাজারের অধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইনসানিয়াত বিপ্লব।
আজ শুক্রবার বিকেলে পটিয়া থানার মোড় চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার সভাপতি মোরশেদুল ইসলাম খোরশেদ।
এতে বক্তব্য রাখেন, ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলার চট্টগ্রাম জেলার নেতা মাওলানা শরিফ সরওয়ার ও আরিফুল হক।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু, চাকুরিচ্যুতদের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম নাগরিক ঐক্যমঞ্চের সভাপতি মেজবাহ উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলার নেতা নজরুল ইসলাম ও আবুল কালাম, ইনসানিয়াত বিপ্লব উপজেলা স্টুডেন্ট ফ্রন্টের নেতা ইমরান হোসেন হৃদয় ও সজিব মোকাররম সহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, নাগরিকদের রুটি-রুজি কেড়ে নেওয়া, কর্মসংস্থান ধ্বংস এবং শিল্পকারখানার অবনমন রাষ্ট্রের মানবতা বিরোধী আচরণেরই অংশ। এই পরিস্থিতি থেকে উত্তরণে সকল নাগরিককে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অন্যায়ভাবে চাকুরিচ্যুত সকলকে পুনর্বহালের দাবি জানান।