ড্রেক্স নিউজ : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পটিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে থানার মোড় চত্বরে এ মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন,সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড শুধু ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও গণতন্ত্রকে আঘাত করে। দেশে মুক্ত সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে।
দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান বলেন,সাংবাদিকদের ওপর হামলা প্রমাণ করে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ভয়াবহভাবে সংকুচিত। সাংবাদিকরা নিরাপদ না থাকলে জনগণের কণ্ঠস্বরও নিরাপদ থাকে না।
প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজী সিরাজ উল্লাহ, এসএম হারুনুর রশিদ, আশিকুল মোস্তফা তাইফু, কামরুল ইসলাম, গাজী আমির, মো. তারেক রহমান, আরাফাত, সোহারাব হোসেন ইমন, নাজমুল হোসেন, সজিব মোকাররম, ইমরান হোসেন, মো. জিহান, আজিজুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক বিকাশ চৌধুরী, আনম সেলিম, মোরশেদ আলম, জাবের বিন রহমান আরজু, মহিউদ্দিন চৌধুরী, রনি কান্তি দেব, শহিদুল ইসলাম, ওসমান গনি, টিপু, আরাফাত হোসেন, মো. তারেক, গিয়াস উদ্দিন, সঞ্জয় সেন, ইমরান হোসেন মুন্না, আশিকুল ইসলাম, মাসুম আকবরি আকাশ, রাশেদুল ইসলাম, রাশেদ চৌধুরী, তানভির রহমান ও আরমান মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, যা গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। তারা তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের জোর দাবি জানান।