1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 29, 2025, 11:37 pm

পটিয়ায় ডক্টর জুলকারনাইনের পৃষ্ঠপোষকায় অলম্পিক ফুটবল টুর্ণামেন্টের সম্পন্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Saturday, February 4, 2023
  • 318 Time View

ডেক্স রিপোর্টঃ বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পৃষ্ঠপোষকতায় ও সাহেব এন্টারপ্রাইজের সহযোগিতায় অনুষ্ঠিত অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইনস্থ স্থানীয় একটি মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে কুসুমপুরা আহমদ নুর ফুটবল একাদশ ও এয়াকুবভান্ডার ফুটবল একাদশ। ৪০ মিনিটের এ খেলায় ২-১ গোলে কুসুমপুরা আহমদ নূর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. টিপু সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। বিশিষ্ট ব্যবসায়ী নুসুরুল্লাহ খান রাশেদের উদ্বোধনী বক্তব্যে শেষে নুরুল আলম সওদাগর, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুৃল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, সেলিম উল্লাহ কবির, জালাল উদ্দিন রোকন, সেলিম উল্লাহ কবির, মিজানুর রহমান মিজান, জামাল মাহমুদ, রফিকুল ইসলাম মনজু। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২২ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১১ হাজার টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV