1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
June 28, 2025, 6:13 pm

পটিয়ায় দখলমুক্ত হলো সরকারি জায়গা

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Thursday, February 15, 2024
  • 126 Time View

ডেস্ক রিপোর্টঃ পটিয়ায় দীর্ঘদিন ধরে সরকারি পুকুর অবৈধ দখলদারদের দখলে থাকা দৃষ্টিনন্দন বিশালাকৃতির একটি পুকুর দখলমুক্ত করলো পটিয়া উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভূঞা জনীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই সরকারী সম্পত্তি উদ্ধার করা হয়।

অভিযানে পটিয়া উপজেলাধীন ছনহরা মৌজার ০১ নং খাস খতিয়ানের বি.এস. ৩২৬৪ দাগের পুকুর শ্রেণীর ০.৬২০০ একর জমি অবৈধ দখলদার ও স্হাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফাহমিদা আফরোজ বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় খরনা ইউনিয়ন ভূমি অফিসের আওতাভুক্ত ছনহরা মৌজায় ০.৬২০০ একর সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারের দখলে নেওয়া হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ করে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলাউদ্দীন ভূঞা জনী বলেন, অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারগণ মৎস্য চাষ ও গাছপালা রুপণ করে দখল করে রেখেছিলেন। এ অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।

তিনি জানান, যেখানেই অবৈধ দখলদার পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV