ডেক্স নিউজ: পটিয়াঃ দাড়ালো দা দিয়ে কুপিয়ে হাতের আঙুল কর্তনের দায়ে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ এক যুবককে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত যুবকের নাম ফরমান উল্লাহ সানি (২০)। সে পটিয়া উপজেলার কচুযায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদ বাবুলের পুত্র। শনিবার রাতে পটিয়া ও চন্দনাইশ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে চন্দনাইশ থেকে গ্রেফতার করে। রবিবার দুপুর ২টায় তাকে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
পুলিশ জানান, ২০২৪ সালের ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জায়গার বিরোধ নিয়ে দুই পরিবারের মারামারি হয়। এসময় সাইফুদ্দিন নামের একজনের বাম হাতের একটি কেটে বিচ্ছিন্ন ও হাতের ৫টি রগ কেটে দেয়। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রের্কড হয়। ঘটনার এক বছর পর পলাতক আসামি ফরমান উল্লাহ সানিকে পুলিশ অবশেষে গ্রেফতার করেছে।
পটিয়া থানার ওসি মো: নুরুজ্জামান বিষয়টি স্বীকার করে জানান, হাতের আঙুল কর্তন ও হাতের রগ কেটে দেওয়ার মামলায় অন্যতম আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী মনির উদ্দিন জানান, অঙ্গহানির মামলার আসামী মো: বাবুল এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।