1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 29, 2025, 9:26 pm

পটিয়ায় পাহাড়ে আবারো অপহরণ, মুক্তিপণ দিয়েই ছাড়া

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Friday, August 8, 2025
  • 131 Time View

ড্রেক্স নিউজ: চট্টগ্রামের পটিয়ায় আবারো অপহরণের ঘটনা ঘটছে। পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে কেলিশহর ইউনিয়নের মফজল আহমদের পুত্র মো: নাছের (৪০), একই এলাকার দুলাল শীলের পুত্র পলাশ শীল (৩৩) ও মৃত সুশীল শীলের পুত্র রাজু শীল (২৫)। শুক্রবার সকাল ৯টায় পাহাড়ের কেলিশহরের ঘুনা থেকে পাহাড়ি সন্ত্রাসীরা এ তিনজনকে ধরে গহীন পাহাড়ে নিয়ে যায়৷ মুক্তিপনের টাকা পাওযার পর রাত ১১টার দিকে  অপহৃতরা ছেড়ে দেওয়া হয়েছে।

‎জানা গেছে, উপজেলার কেলিশহরের তিন কৃষক সকালে কাজ করতে পাহাড়ে যায়। সকাল ৯টার দিকে তাদেরকে অস্ত্রেরমুখে জিম্মি করে গহীণ পাহাড়ে অবরুদ্ধ করে রাখে। পরে পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে মোবাইলের বিকাশের মাধ্যমে ১লাখ ২০ হাজার টাকা ও নাছেরের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ছুটে যায়।  মুক্তিপণ দিলে সন্ত্রাসীরা তিনজনকে ছেড়ে দেন।

‎অপহৃত পলাশ শীলের ভাই বিপ্লব শীল জানিয়েছেন, তাদের একটি বাগান রয়েছে। তার ভাইসহ দুইজন বাগানে কাজ করতে যায়। এসময় তিনজনকে ধরে গহীণ পাহাড়ে অবরুদ্ধ করে মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা পাঠানো হলে ছেড়ে দেওয়া হয়। অপহরণকারীরা তিনজনকেই বেদমভাবে মারধর করেছে।
<span;>‎
<span;>‎পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পাহাড়ে কাজ করতে গিয়ে    তিনজন অপহরণ শিকার হয়েছে বলে তিনি শুনেছেন।
<span;><span;><span;><span;>‎

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV