1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
June 28, 2025, 8:26 pm

পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ চাষীর ৩ লক্ষ টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Wednesday, January 25, 2023
  • 191 Time View

ডেস্ক রিপোর্ট : পটিয়া উপজেলার কুরাংগিরি দক্ষিণ পাড়া আহমদিয়া জামে মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ চাষীর ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে দুষ্কৃতকারীরা। গত ১৫ জানুয়ারী দিবাগত রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগের এই ঘটনা ঘটে।

 

এ সংক্রান্ত পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন স্হানীয় ৯ নং ওয়ার্ড কুরাংগিরি গ্রামের মরহুম বশির আহমদের ছেলে ইজারাদার আবদুল ছবুর (৪০)। অভিযোগ সূত্রে জানা যায়,আবদুল ছবুর মসজিদ পরিচালনা কমিটি ও স্হানীয় মালিকদের কাছ থেকে ৫ বছরের জন্য পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। বিষ প্রয়োগের কারণে পুকুরের মাছ মরে পানির উপরে ভেসে উঠে । ইজারাদার আবদুল ছবুর জানান, আমার ব্যবসায়িক সফলতায় ঈর্ষান্বিত হয়ে দুষ্কৃতকারীরা আমাদের মাছ ভর্তি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি করেছে। ১৬ জানুয়ারী সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গেলে স্হানীয় সোনা মিয়া সহ কয়েকজন দেখতে পেয়ে আমাকে খবর দেন। খবর পেয়ে আমি গিয়ে দেখি মাছ মরে সাদা হয়ে পুকুরে ভাসতেছে।বিষ প্রয়োগ ও মাছ মরে পানি দুর্গন্ধ হওয়ায় মুসল্লিদের অজু ও স্হানীয়দের অসুবিধা হচ্ছে। ঘটনার বিষয়ে পটিয়া থানার সাব ইন্সপেক্টর বিল্লাল হোসেন জানান, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV