1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 8:36 am

পটিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Tuesday, January 10, 2023
  • 210 Time View

ডেস্ক রিপোর্ট : পটিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরস্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে পটিয়া উপজেলা বয় সমিতির সভাপতি মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রমিকলীগ নেতা খোরশেদ আলম,  আলম মাঝি, মো আলী মাঝি,শফিকুল ইসলাম মাঝি,নাজিম মাঝি, হাসেম মাঝি, যুবলীগ নেতা ছোট, মো সুজন, বাদশা, আরিফ, আসিফ, আমিন, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল, সাজ্জাদ হোসাইন। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম বয় সমিতির প্রায় সাত শতাধিক নেতাকর্মীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম বলেন, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে স্বাধীন-সার্বভৌম দেশে ফিরে আসেন। বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের  মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করে। দেশে এখনো পাক বাহিনীর দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত। বক্তারা নিজেদের সতর্ক থেকে ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV