1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 2:53 am

পটিয়ায় বাহুলী মিত্র পাড়ায় গণহত্যা দিবস পালিত

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Tuesday, April 23, 2024
  • 269 Time View

ডেস্ক রিপোর্ট :
১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী পটিয়া উপজেলার বাহুলী মিত্রপাড়ায় হিন্দু জনবসতি এলাকায় বিভিন্ন বাড়িতে ঢুকে ১০ থেকে ১২ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে। এঘটনায় শহীদ হন নগেন্দ্র মিত্র, কৃষ্ণ মিত্র, অনিল মিত্র, জীবন হরি মিত্র, সাধন দাশ, রুক্ষ্মিনী মিত্র, সুনিল দাশ, সারদা চরণ মিত্র, ক্ষেমন হরি মিত্র, নিরঞ্জন দাশ, কাঞ্চন মিয়াসহ নাম না জানা সহ মোট ১০ থেকে ১২ জন। পাক বাহিনী মিত্রপাড়া এলাকায় শতাধিক বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ও মানুষের ব্যাপক সম্পদ লুটপাট করে।
বাহুলী গণহত্যা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় পটিয়া গৌরব সংসদের উদ্যোগে ২৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে বাহুলী শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, সাবেক সভাপতি সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, অধ্যাপক অজিত কুমার মিত্র, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, সিপিবি নেতা শহীদুল ইসলাম, এনামুল হক মনজু, সাংবাদিক আবদুর রাজ্জাক, এডভোকেট অরুণ মিত্র, জাহেদউল পাশা আকাশ, মদিনা বেগম, ডা. রতন চক্রবর্তী, ডা. পিন্টু কুমার দে প্রমুখ।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV