1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 29, 2025, 11:37 pm

পটিয়ায় বিজন চক্রবর্তীঃ সু শিক্ষায় শিক্ষিত হতে হলে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির কোন বিকল্প নেই

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Wednesday, February 22, 2023
  • 247 Time View

ডেস্ক রিপোর্টঃ দীর্ঘদিন পর বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অগ্রসরমান বাংলাদেশকে এগিয়ে নিতে তোমরাই হবে কারিগর। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তোমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।এক্ষেত্রে ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। পটিয়ার ঐতিহ্য মণ্ডিত জনপদ হাইদগাঁও ইউনিয়নের আলোকিত বাতিঘর হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজ বুধবার উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মাননীয় হুইপ মহোদয়ের উন্নয়ন সমন্বয়কারী বিজন চক্রবর্তী। বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজ হিতৈষী ব্যক্তিত্ব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র  হামিদ আলীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আহবায়ক শ্যামল কান্তি দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, প্রাক্তন ছাত্রনেতা প্রগতির যাত্রী ডটকমের সম্পাদকমন্ডলীর সদস্য বাবু রবীণ গুহ,বিদ্যালয়ের দাতা সদস্য জনাব বদিউল আলম, শিক্ষানুরাগী সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম জুলু,হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক, অভিভাবক সদস্য আশীষ সেন, গিয়াসউদ্দিন খান, নাসির উদ্দীন, লোকমান হাকিম, মুন্নি আকতার,শিক্ষক প্রতিনিধি আবদুল মান্নান, তানিয়া ইয়াছিন, জাহেদা সুলতানা,প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ, সমাজ সেবেক মাহামুদুল হক, ইউপি সদস্য টিটু দেব, রনজিত চৌধুরী, তসলিমা নূর সহ বিশিষ্টজনরা। বক্তব্য রাখেন শিক্ষার্থীদের পক্ষ থেকে আবিদা আক্তার,শিক্ষক মো:মহিউদ্দিন, শান্তির পায়রা কবুতর ও বেলুন উড়িয়ে বনার্ঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়। আর্কষণীয় ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় ৫২-৭১ এর সংগ্রামমুখর দিনের আলোকে ডিসপ্লে। দৃষ্টিনন্দন এই পরিবেশনে সকল অতিথি ও সুধীজনদের আকৃষ্ট করে। প্রধান অতিথি তার বক্তব্যে আধুনিক প্রযুক্তির বদৌলতে মানুষের জীবন ঘড়ি যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নুতন ভাবনায় এদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন নিয়ে জীবনকে আলোকিত করতে হবে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিজেকে উজাড় করে দিতে হবে তবেই একজন প্রকৃত মানবিক গুণাবলি সম্বলিত আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে।

সভাপতি তার বক্তব্যে বিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক সহ এলাকার জনগনকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV