1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 8:31 am

পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক মারা গেছেন

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Saturday, January 14, 2023
  • 254 Time View

ডেস্ক রিপোর্ট : কেন্দ্রীয় গণতন্ত্রী পার্টির সহ সভাপতি,পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক মারা গেছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে পটিয়ার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি…রাজিঊন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাজুর মুল্লুকের বড় ছেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল বলেন, কিছু দিন আগে আমার পিতার গলায় একটা অপারেশন হয়েছিল। এছাড়া তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার সকাল ১১ টার দিকে আমাদের পটিয়া সদরের বাসায় তিনি মারা যান।  শনিবার বাদে মাগরিব ধলঘাট মুকুট নাইট হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।  গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করা তাজুর মুল্লুক তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গেও যুক্ত ছিলেন তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV