1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 3:22 am

পটিয়ায় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Thursday, May 4, 2023
  • 230 Time View

ডেস্ক রিপোর্ট : মহামতি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার বিকাল চারটায় পটিয়া পৌরসদরে এক শান্তি শোভাযাত্রা বের করা হয়।

পটিয়া কেন্দ্রীয় বিহার হতে শুরু হওয়া শান্তি শোভাযাত্রাটি শুভ উদ্বোধন করেন
প্রধান অতিথি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ,বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া,যুগ্ম আহবায়ক অরুন বড়ুয়া দেবু,রাজনীতিবিদ টিংকু বড়ুয়া প্রমুখ।

শোভাযাত্রা শেষে ড.সংঘপ্রিয় মহাথেরোর সঞ্চালনায় ও প্রজ্ঞানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন এডিশনাল এসপি শরণসেন মহাথেরো, পংকজ বড়ুয়া,জ্ঞান ভিক্ষু, কাজল বড়ুয়া,সীবলী সংসদের সভাপতি বিকাশ বড়ুয়া,সুকুমার বড়ুয়া,প্রকৌশলী আশুতোষ বড়ুয়া,অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, সড়িত চৌধুরী সাজু, বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের মহাসচিব সীমাজু বড়ুয়া প্রমুখ।

শান্তি শোভাযাত্রাটি পটিয়া পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষ হয়।
উল্লেখ্য যে, পটিয়া ২৪ টি গ্রামের বৌদ্ধ ভিক্ষু ও প্রতিনিধিবৃন্দ ব্যানার,ফেস্টুন ও কীর্তনসহকারে শোভাযাত্রায় যোগদান করেন।

আ ন ম সেলিম, পটিয়া, চট্টগ্রাম। ০১৮১৪৩৩৩০৭৮

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV