হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে আজ শনিবার পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ধর পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংধনু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দিন সোহেল পূজা মণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সংহতির বার্তা প্রদান করেন এবং ধর্মীয় সম্প্রীতির মূল্যবোধ রক্ষার আহ্বান জানান।
আবছার উদ্দিন সোহেল বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। রংধনু ফাউন্ডেশন সবসময় মানবিক ও সামাজিক কাজে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
তিনি আরও বলেন,আমরা চাই সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে থেকে পারস্পরিক সম্মান ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকুক। ধর্মীয় উৎসবগুলো শুধু একটি সম্প্রদায়ের নয়, বরং তা আমাদের সকলের আনন্দের উপলক্ষ।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সুধীজন, যুব সমাজ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি পূজা আয়োজকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।