1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 3:53 pm

পটিয়ায় মসজিদের উন্নয়নে খালেক ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Friday, February 23, 2024
  • 186 Time View

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের পটিয়ায় মসজিদের উন্নয়নে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন এম এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) জুমার নামাজের পূর্বে পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড আল্লাহই মোহাম্মদীয়া গাউছিয়া জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার এ ঘোষনা দেন।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বদিউল আলম,সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাইফুদ্দিন সোহেল, মসজিদের খতিব নুরুল আলম সাবেরী,
আজিজ কোম্পানি, মোহাম্মদ সোলায়মান, নজির আহমদ, নুরুল হক, মোহাম্মদ রহিম, ফজল আহমদ, আফসার মাঝি, মোঃ ইমরান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ও মুসল্লিবৃন্দ।অত্র মসজিদের সম্মানিত খতিব নুরুল আলম সাবেরী হুজুর।

উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন, আল্লাহর ঘর মসজিদের উন্নয়নে ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে আসতে হবে।মসজিদের উন্নয়নে শরিক হওয়ার সুযোগ দেওয়ায় তিনি মসজিদ কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তিনি আরও বলেন, একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মানুষের মাঝে শুধু বেচে থাকবে আমাদের ভালো কাজ গুলো। ধর্ম মানুষকে সৎ পথে চলতে শেখায়, মানুষের মনকে সুন্দর করে, অন্যায়, অবিচার থেকে দূরে রাখে। তিনি সবাইকে মসজিদের উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান। 

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV