1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 29, 2025, 11:35 pm

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত,ছেলে আহত

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Saturday, December 31, 2022
  • 201 Time View

পটিয়া ডেক্স:চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা বাদামতল মোড় এলাকায় মাইক্রো বাসের ধাক্কায় মোসলেহ উদ্দিন টিপু (৫০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটর সাইকেলে থাকা তার ছেলে রাফিও (২২) গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেহ উদ্দিন টিপু পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত খলিলুর রহমানের ছেলে। নিহত মোসলেহ উদ্দিন টিপুর ২ ছেলে ১ মেয়ে আছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল নয়টার দিকে মোসলেহ উদ্দিন তার বড় ছেলে রাফিকে নিয়ে চট্টগ্রামের একটি শিক্ষা প্রতিষ্টানে ভর্তি সংক্রান্ত কাজে মোটর সাইকেলযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। যাওয়ার পথেই মনসা বাদামতল এলাকায় পৌঁছালেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী চকরিয়া মুখি মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় বাবা ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মোসলেহ উদ্দিন টিপুকে মৃত ঘোষণা করেন। আহত তার ছেলে মিনহাজ উদ্দিন রাফিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ফয়জুল আবেদীন সজীব বলেন, তিনি নিজের মোটর সাইকেল চালিয়ে ছেলেকে নিয়ে চট্টগ্রামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্টানে ইন্জিনিয়ারিং বিভাগে ভর্তি করতে নিয়ে যাওয়ার পথেই এ ঘটনাটি ঘটেছে। মোসলেহ উদ্দিন টিপু পেড্রোলো কোম্পানির কর্মকর্তা। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মোসলেহ উদ্দিন টিপুকে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেছে। আমরা ঘাতক গাড়ী আটক করে রেখেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। লাশের পোস্ট মর্টেম করার পর সন্ধ্যায় হাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্হানে লাশ দাপন করা হয়।

আ ন ম সেলিম
পটিয়া, চট্টগ্রাম।
০১৮১৪৩৩৩০৭৮

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV