ডেক্স নিউজ: চট্টগ্রামের পটিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও বাংলা মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের প্রভাত স্টোর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ধলঘাট এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৮) কে আটক করা হয়।
সেনা সদস্যরা জসিম উদ্দিনের কাছ থেকে ৫৫ লিটার বাংলা মদ, ২০ পিস ইয়াবা, একটি রামদা, একটি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে। পটিয়া থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।