1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 1:28 am

পটিয়ায় হেলমেট ও নাম্বারবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কাল থেকে অভিযান শুরু

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Saturday, February 11, 2023
  • 264 Time View

ডেস্ক রিপোর্ট: হেলমেট ও নাম্বারবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পটিয়ায় কাল রবিবার সকাল থেকে অভিযান শুরু হচ্ছে।

পটিয়াকে কিশোর গ্যাং মুক্ত করতে চট্টগ্রাম পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র নির্দেশে এ অভিযান। যে সকল মোটরসাইকেলের নাম্বারবিহীন ও চালকের হেলমেট থাকবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পটিয়া পৌর সদরের কয়েকটি পয়েন্টে থানা পুলিশের সাথে থাকবে ট্রাফিক পুলিশও৷ অভিযান চলাকালে কারো অনৈতিক কোন তদবির রাখা যাবে না বলে পুলিশ জানিয়েছেন।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রেম পটিয়াকে কিশোর গ্যাং মুক্ত করার কাজ শুরু হয়েছে৷ একারনে হেলমেট ও নাম্বারবিহীন মোটরসাইকেল চালকদের গাড়ি আটকপুর্বক ব্যবস্থা নেওয়া হবে এবং এ অভিযান একটানা চলমান রাখা হবে বলে তিনি জানান৷

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV