1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 29, 2025, 10:47 pm

পটিয়ায় ৯ হাজার পিস ইয়াবা সহ এক জন আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Friday, March 3, 2023
  • 187 Time View

ডেস্ক রিপোর্ট : পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোতে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা সহ চালককে আটক করেছে পটিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা চকরিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী (চট্ট: মেট্রো: চ-১১-৪২৩২) মাইক্রোটি তল্লাশী চৌকি এলাকায় আসলে সাধারণ যাত্রীদের নামিয়ে তল্লাশি চালিয়ে চালকের পাশের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার ও মাইক্রোসহ চালক সমির উদ্দিন (৩৫) কে আটক করা হয়েছে। সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৮ নং ওয়াডের আবদুল ওয়াহেদের পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক সমির উদ্দিন পুলিশকে জানিয়েছেন, ইয়াবা গুলো সে চকরিয়া থেকে নিয়ে চট্টগ্রামের পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান। তিনি জানান, বৃহস্পতিবার (২ মার্চ ) রাত সাড়ে আটটার দিকে কমলমুন্সির হাট এলাকায় চট্রগ্রামগামী একটি মাইক্রো চেকপোস্টে পৌঁছলে চালকের আচরণে সন্দেহের সৃষ্টি হয়। তখন গাড়িটি তল্লাশী চালিয়ে গাড়ির চালকের পাশের সিটের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন চালক মোঃ সমির উদ্দিন (৩৫) কে আটক করে। এসময় ব্যবহৃত মাইক্রো এবং ব্যবহৃত মুঠোফোন ১টি ও ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। যার সিজার মূল্য ৫০ লাখ টাকা।

এসময় অস্থায়ী তল্লাশি চেক পোস্টে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমানের সাথে ছিলেন ওসি রেজাউল করিম মজুমদার, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক হাবিব হাসান, উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ, উপ-পরিদর্শক আসাদুজ্জামান।

এদিকে আটক সমির উদ্দিনের নামে পটিয়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV