1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 3:18 am

পটিয়ার শান্তির হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ উপজেলা প্রশাসনের

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Wednesday, January 11, 2023
  • 198 Time View

ডেস্ক রিপোর্ট : পটিয়ার শান্তির হাটে সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে পটিয়া উপজেলা প্রশাসন। গত ১১ জানুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত থেকে বেশকিছু স্থাপনা উচ্ছেদ করে মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করার চেষ্টা করে । এসময় দুইজন অবৈধ দখলকারীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, উপজেলার শান্তিরহাট এলাকায় বেশকিছু দিন সড়ক ও ফুটপাত দখল করে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে রাখা হয়। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে তা উচ্ছেদ করেছেন। এসময় উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ হিমাংশু বিকাশ চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন জানিয়েছেন, শান্তিরহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন স্থাপনা অবৈধ দখলে রাখায় দীর্ঘদিন ধরে যানজট সৃষ্টি হয়ে আসছিল। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা উচ্ছেদ হয়েছে। তিনি জানান, এ অভিযান চলমান রাখা হবে।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV