1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 3:18 am

পটিয়া হাসপাতালে চিকিৎসারত দুইজন কে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Friday, January 13, 2023
  • 313 Time View

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।আহত যুবলীগ নেতা আমান উল্লাহ শিমুল (৩৭) পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি জিয়াউল হক রুবেল (২৬)। গুরুতর আহত অবস্থায় তাদের কে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। শিমুলের বড় ভাই ও পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ জানিয়েছেন, পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী এলাকার সন্ত্রাসী জুনুর নেতৃত্বে অতর্কিত হামলা করা হয়েছে। অনুসন্ধান সূত্রে জানা যায়,নেশাগ্রস্ত জুনু সন্ত্রাসী প্রকৃতির লোক। সে এর আগেও এ ধরনের অনেক ঘটনা ঘটিয়েছে। জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যায় পটিয়া রেলস্টেশন এলাকায় এক সিএনজি অটোরিকশার সাথে মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এসময় কলেজ ছাত্রলীগ নেতা মোঃ রুবেল থামানোর চেষ্টা করায় জুনুর নেতৃত্বে একদল সন্ত্রাসী রুবেলকে কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পৌরসভা যুবলীগ নেতা শিমুল। জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় সন্ত্রাসী জুনুসহ কয়েকজন শিমুল ও রুবেলকে কুপিয়ে পালিয়ে যায়। পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হোসেন জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে ১০-১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোক অতর্কিতভাবে একজনকে কুপিয়েছে।এসময় পুরো হাসপাতাল এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি হয় এবং হাসপাতালে অবস্থানরত রোগী ও চিকিৎসকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। হামলার ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজে থাকবে।পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান,পটিয়া মেডিকেলে চিকিৎসারত অবস্থায় কয়েকজন কে কুপিয়ে জখমের খবর শুনে পুলিশ দ্রুত পটিয়া হাসপাতালে ছুটে যায়।ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় এখনও মামলা দায়ের হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV