1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 29, 2025, 11:41 pm

পটিয়ায় বিপুল পরিমাণ ছোলাই মদসহ গ্রেফতার-২

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Friday, July 22, 2022
  • 301 Time View

ডেস্ক রিপোর্টঃ পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের শ্রীমাই এলাকা থেকে বিপুল পরিমাণ ছোলাই মদসহ দুইজনকে স্থানীয়রা আটক করেছে৷ তারা হলেন- পূর্ব হাইদগাঁও এলাকার আবু আলমের পুত্র মোঃ পেয়ারু (৩৮) ও কচুয়ায় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবদুল জব্বার (৩০)। বৃহস্পতিবার রাত ১২ টায় ছোলাই মদ পাচারকালে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

জানা গেছে, উপজেলার হাইদগাঁও, শ্রীমাই ও কেলিশহর এলাকায় ছোলাই মদ পাচার চক্রের একাধিক গ্রুপ রয়েছে। প্রতিদিন সন্ধ্যা হলে রাঙ্গুনিয়া পাহাড়ি এলাকা থেকে মদ পটিয়ার বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। পাচারকাজে ব্যবহার হয় সিএনজি ও রিক্সা। পুলিশ মাঝেমধ্যে ছালাই উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বন্ধ হচ্ছে না মদ পাচার। বৃহস্পতিবার রাতে উত্তর শ্রীমাই কেরানি বাড়ি সড়ক দিয়ে মদ পাচারের খবর পেয়ে কচুয়ায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম ও স্থানীয় আরফান, মাসুদ,কাইছার, রিফাত,ইয়াছিন, রাশেদসহ এলাকাবাসী আটক করে মাদক পাচারকারীদের পুলিশে সোর্সদ করেছে। এ ঘটনায় পটিয়া থানার এসআই বিল্লাহ হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ইউপি সদস্য দিদারুল আলম জানিয়েছেন, মাদক ব্যবসায়ী পেয়ারু ও জব্বারের নেতৃত্বে প্রায় সময় তাদের এলাকায় ছোলাই মদ পাচার হচ্ছে। আটক জব্বারের বাড়ি কচুয়াই বদলাপাড়া গ্রামে।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, প্রায় ৫০০ লিটার ছোলাই মদসহ স্থানীয়রা দুইজনকে পুলিশে সোর্সদ করেছে। এ ঘটনায় একটি মামলা রেকর্ড হয়েছে। জিজ্ঞাসাবাদে কয়েকজনের নাম পাওয়া গেছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV