1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 29, 2025, 11:35 pm

কর্ণফুলীতে আক্তারুজ্জামান চৌধুরী ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Sunday, January 22, 2023
  • 851 Time View

ডেস্ক রিপোর্ট : কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আক্তারুজ্জামান চৌধুরী ব্যাটমিন্টন টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  রবিবার বিকেলে শাহ আমানত কর্ণফুলী সেতু টোলপ্লাজা ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিজেকেএস সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা মমতাজ, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান তালুকদার  আক্তারুজ্জামান চৌধুরী বাবু ব্যাটমিন্টন টুর্নামেন্টের আহ্বায়ক কমিটির সদস্য মোমেনা আক্তার নয়ন, শেখ মুহাম্মদ মেম্বার , মিডিয়া ম্যানেজার নুরুল হকসহ বিভিন্ন সংগঠন থেকে আগত ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV