পটিয়া ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলায় সর্ব প্রথম প্রতিষ্ঠিত আর্দশ শিশু-কিশোর অঙ্কন বিদ্যাপীঠ ‘পটিয়া আর্ট স্কুল’এর শিক্ষা সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। গত বুধবার অনুষ্ঠিত স্কুল পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পটিয়া আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লিয়াকত আলী। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও সাংবাদিক শিবুকান্তি দাশের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পটিয়া আর্ট স্কুলের উপদেষ্ঠা এডভোকেট খুরশিদ আলম, আর্ট স্কুলের প্রধান শিক্ষক রানা দে,অনুপম দাশ, উৎপল গান্ধি দাশ প্রমুখ।
সভায় ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পটিয়া আর্ট স্কুলের সমাপনী পরীক্ষায় উর্ত্তীণ ছাত্র/ছাত্রীদের মধ্যে সনদ বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টায় সনদ বিরতণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন ছাত্র/ছাত্রী ভর্তির কাযক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহিত হয়।