মোহাম্মদ সোহেল: প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা দল) ও পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক দল) চ্যাম্পিয়ন হয়েছে। ৫০ মিনিটের খেলায় পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ও নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা দল) ৪-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) পটিয়া সাব্বির রহমান সানি, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, নাজিম উদ্দিন পারভেজ, পুলক চৌধুরী, পটিয়া পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া উপজেলা যুবলীগ আহবায়ক মোহাম্মদ হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, রিটন নাথ।