পটিয়া ডেস্ক: পটিয়ায় বীরমুক্তিযোদ্ধা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি বড়ুয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় রবিবার বিকেলে শেষ বিদায় জানানো হয়েছে। পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় ভাটিখাইন করলসুমঙ্গল বিহারের সামনে মরদেহে পটিয়া সহকারী কমিশনার (ভুমি) ইনামুল হাসানের নেতৃত্বে প্রশাসনের একটি টিম গার্ড অব অনার প্রদর্শন করে শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসন ছাড়াও, মুক্তিযোদ্ধা সংসদ, পটিয়া উপজেলা আ’লীগ, পৌরসভা আওয়ামী লীগ, পটিয়া হিন্দু-বৌদ্ধ-খৃষ্টার্ণ ঐক্যবদ্ধ পরিষদ ও বৌদ্ধ সমিতির উদ্যোগে পৃথক পৃথকভাবে মরদেহে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। মরদেহে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, বিজিএমইএ পরিচালক মোহাম্মদ নাছিরের পক্ষে পুষ্পমাল্য প্রদান করা হয়।
শেষকৃত্ব অনুষ্ঠানের পূর্বে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এমএ জাফর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামশুদ্দিন আহমদ, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতারেুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব, মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, লায়ন মৃদুল কান্তি বড়ুয়া, জেলা আ’লীগ নেতা সেলিম নবী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, পটিয়া পৌরসভা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় থেরো, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ,চেয়ারম্যান মো. বখতিয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মহিউদ্দিন, সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, পটিয়া পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, কাউন্সিলর রূপক কুমার সেন, কাউন্সিলর গোফরান রানা, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, মাষ্টার শ্যামল কান্তি দে, পুলক চৌধুরী, পৌরসভার ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক প্রণব দাশ, সরোজ বড়ুয়া, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মহি। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা শৈবাল বড়ুয়া। পরে মরদেহ পারিবারিক একটি শ্মশানে নিয়ে দাহ করা হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন- মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া পটিয়ার একজন নিলোর্ভ ব্যক্তি ছিলেন। যিনি সব সময় সমাজ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। তিনি আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। ’৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রেখেছিলেন ভুমিকা। এই ধরনের ত্যাগী বীরমুক্তিযোদ্ধা সমাজে বিরল।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৮টায় নগরীর ম্যাক্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।