পটিয়া ডেস্ক: পটিয়ায় হত দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আ’লীগ নেতা ডা. তিমির বরণ চৌধুরী। আজ শুক্রবার সকালে পটিয়া উপজেলা পরিষদের সামনে এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গরীব দুস্থদের হাতে তিনি চাউল আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কেলিশহর ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আশীষ কুমার দে, পটিয়া পৌরসভা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাংবাদিক তাপস দে আকাশ, আ’লীগ নেতা বলরাম চক্রবর্তী, পৌরসভা যুবলীগ নেতা সাইফুল ইসলাম বিপু, জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সদস্য বিজন দে মুন্না, কেলিশহর ইউনিয়ন যুবলীগ নেতা ছোটন মিত্র।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী বলেন, এ করোনা দূর্যোগে কেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র প্রতিটি পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। বর্তমান আ’লীগ সরকারের আমলে শহর থেকে গ্রাম প্রতিটি এলাকায় ত্রাণ সহায়তার মাধ্যমে প্রধানমন্ত্রী শক্ত হাতে দূর্যোগ মোকাবেলা করে যাচ্ছেন। আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।