পটিয়া ডেস্ক: মানুষ যতই মানবিক হবেন করোনা ততই দূর্বল হবে। মানসিক ভাবে তাদের পাশে দাড়াঁতে হবে।আজ চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে করোনা আক্রান্ত চরপাথরঘাটা ৫নং ওয়ার্ড ব্যক্তিকে ত্রাণ প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইসলাম আহমদ এ কথা বলেন।সংগঠনেরর আহবায়ক লায়ন হাকিম আলী র সভাপতিত্বে সভায় আরো উপস্হিত ছিলেন মাস্টার হাফেজ আহমদ এম এ মারুফ, সৈয়দ আহমদ, নুর আহমদ, কামাল আহমদ রাজা, মনির আহমদ মার্শাল সদস্য সচিব সেলিম হক, আনোয়ারা সাদাত,ফরিদ জুয়েল, অলি আহমদ, সেলিম খান, মহিউদ্দিন মন্জু, আলাউদ্দিন মিয়া,নুর আলী, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জাফর আহমদ আরিফ প্রমুখ।
করোনা আক্রান্ত রাজীব তালুকদারের পাশে সবাই থাকার আশাবাদ ব্যক্ত করেন। এসময় তার পরিবারের জন্য ফল,ঔষধ ও খাদ্যদ্রব্য পাঠানো হয়।।