পটিয়া ডেস্কঃ পটিয়া উপজেলা আ’লীগ নেতা, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট দানবীর সৈয়দ খুরশিদ আলম বড়লিয়া ইউনিয়নে শারদীয় দুর্গা পুজা পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন। আজ রবিবার বিকেলে বড়লিয়ার বিভিন্ন পুজামন্ডপ পরির্দশন শেষে তিনি নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন শরীফ, ইউ পি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা জাবেদ সরওয়ার, পটিয়া উপজেলা ছাত্রীগের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক, যুবলীগ নেতা মোকছেদুল আলম ও ইনসাফ উদ্দির মিল্টন, বিপ্লব দাশ, যীশুদেব আচার্য্য, গৌরাঙ্গ আচার্য্য, শিমুল ভট্টাচার্য, সুজিত দাশ, জনি দাশ, বাবলা দাশ বাবু, অজয় দাশ, জয় নারায়ণ মল্লিক, নোবেল দাশ, সমর মল্লিক, জয় প্রকাশ মল্লিক, রিংকু দাশ, প্রিয়তম দাশ, উজ্জল সেন, সুমন দে।
অনুদান প্রদানকালে সৈয়দ খুরশিদ আলম বলেন, বর্তমান সরকার প্রতিটি সম্প্রদায়ের মানুষকে মূল্যায়ন করে যাচ্ছে। কিন্তু সাম্প্রদায়িক কিছু ব্যক্তি দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করে যাচ্ছে। প্রতিবারের মত এবারও হিন্দু সম্প্রদায়ের দুর্গা পুজা পটিয়ার ১৮৩টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির আন্তরিক সহযোগিতায় দুর্গা পুজা পালিত হয়।