পটিয়া ডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা গোফরানা রানা মসজিদ উন্নয়নের জন্য ১০ লাখ টাকা প্রদান করেছেন। শুক্রবার জুমার নামাজের সময় মাঝেরঘাটা হেলাল মোল্লা জামে মসজিদের তৃতীয় তলা নির্মাণের জন্য এ টাকা প্রদান করেন। কাউন্সিলরের মরহুম পিতা মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করেন- কাউন্সিলর ও মুস্তাফিজুর রহমানের সুযোগ্য পুত্র গোফরানা রানা। গত পটিয়া পৌরসভা নির্বাচনের সময় কাউন্সিলর প্রার্থী গোফরান রানা হেলাল মোল্লা জামে মসজিদের তৃতীয় তলা নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি মোতাবেক মসজিদ কমিটির কাছে টাকার চেক হস্তান্তর করেন। ১০ লাখ টাকা ছাড়াও মসজিদের পুকুরে তাদের পরিবারের যে অংশ আছে তা দানপত্রমূলে মসজিদ কমিটির কাছে দলিল হস্তান্তর করেন। মসজিদ কমিটির অর্থ সম্পাদক হাবিবুর রহমান এই দলিল ও চেক গ্রহণ করেন।
কাউন্সিলর গোফরান রানা জানিয়েছেন, তিনি গত পটিয়া পৌরসভা নির্বাচনের সময় জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা একে একে পূরণ করে যাচ্ছেন। বর্তমান সরকারের সময়ে পৌরসভার ৪নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও গোফরান রানা সকলের দোয়া কামনা করেন এবং তার পিতা, মাতা ও আত্মীয় স্বজনের জন্য দোয়া কামনা করেন।