পটিয়া ডেস্ক: পটিয়ায় যৌতুকের মামলায় ওমর ফারুক (৩৩) নামের এক স্বামীর দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ রবিবার পটিয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকারা গ্রামের নাহিদা আকতারের স্বামী ওমর ফারুককে (৩৩) এ কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডের আদেশ দেন।
জানা গেছে, উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকারা গ্রামের মৃত আলী আহমদের পুত্রের সঙ্গে একই উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন গ্রামের মুছা চৌধুরীর কন্যা নাহিদা আকতারের বিয়ে হয়। ২০১৬ সালে বিয়ের পর থেকে প্রায় সময় স্বামী যৌতুকের জন্য তার স্ত্রীকে মারধর ও বিভিন্নভাবে নির্যাতন করতেন। বিভিন্ন সময় দাবিকৃত যৌতুকের টাকাও দেওয়া হয়েছে। ২০১৮ সালে স্বামী ব্যবসা করার অজুহাদে ১০ লাখ টাকা দাবি করে।
বাদীর আইনজীবি মো. ফোরকান জানিয়েছেন, যৌতুকের মামলায় আসামী ওমর ফারুককে বিজ্ঞ বিচারক ২ বছরের কারাদন্ড দিয়ে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করেছে।