পটিয়া ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন এবং কেক কেটে দিবসের সুচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনায় বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আ.লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল সাকের সিদ্দিকী, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শাকিল, উপজেলা ছাত্রলীগ নেতা বিশু দে, শহিদুল ইসলাম, সোহেল চৌধুরী, রনি দাশ, রাহেদুল ইসলাম, আরিফুর রহমান, ওমর হাসান ইমন, নাঈমুল হাসান, মঈনুদ্দিন সিজান, ইকরাম হোসেন অভি, মোঃ নয়ন, মো. মহিউদ্দিন, মোঃ খোরশেদ, রকিবুল হাসান, বিশু চক্রবর্ত্তী, প্রভাকর রায়, অন্তর চৌধুরী, চার্লি বড়ুয়া, মোঃ আরশেদ, জুবাইয়ের বিন রশিদ, শাহাদাত হোসেন জীবন, অভিরূপ ভট্টচার্য্য, আরমান চৌধুরী, দীপ্ত দেবনাথ, অর্জুন সেনগুপ্ত, মেহেদী হাসান, মোঃ ফাহিম, সবুজ চৌঃ, মোঃ বক্কর, তানভীর ফরহাদ, আব্দুল্লাহ হৃদয়, হেলাল উদ্দীন, তামিম, মহিম, আরফাত প্রমুখ।
বঙ্গবন্ধুর স্বপ্ন অসম্প্রদায়িক সোনার বাংলা গড়তে প্রত্যকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের মূল মন্ত্র ছড়িয়ে দিতে তৃণমূল নেতৃবৃন্দকে আহবান জানান।