পটিয়া ডেস্ক: পটিয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে ৫৯জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা করেছেন। এতে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন রয়েছে। রবিবার সকালে পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার আরাফাত আল হোছাইনির কাছে জমা করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও পটিয়া রিটার্নিং অফিসার মোহাম্মদ তারিকুজ্জামান।
মেয়র পদে : নৌকা প্রতীকের প্রার্থী পটিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আইয়ুব বাবুল, ধানের শীষের প্রার্থী পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, লাঙ্গল প্রতীকের প্রার্থী জাপা নেতা শামসুল আলম মাস্টার, মোমবাতি প্রতীকের প্রার্থী ইসলামী ফ্রন্ট নেতা আলী হোছাইন।
সংরক্ষিত প্রার্থী: ফাতেমা বেগম, বুলবুল আকতার, শিরিন আকতার চৌধুরী, ইয়াসমিন আকতার চৌধুরী, শাহনাজ বেগম, জেসমিন আকতার, জোৎস্না আরা বেগম, পারহানা ইয়াসমিন, ফেরদৌস বেগম, পারভিন আকতার।
সাধারণ কাউন্সিলর: আবদুল খালেক, জয়নাল আবেদীন, রেহেনা আকতার মুন, নজরুল ইসলাম, মো. নাছির, আবদুল মালেক, মীর মো. আবদুর রহমান, ইয়াছিন আকরাম, শাহদাত হোসেন, রূপক কুমার সেন, সনজীব কুমার দাশ, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন নেওয়াজ আজাদ, আবেদুজ্জামান আমিরী, আলমগীর, আবু ছৈয়দ, গোলাম কাদের, বেলাল উদ্দিন, এমএ আবছার, শফিকুল ইসলাম, মো. ইব্রাহিম, জসিম উদ্দিন, এম খোরশেদ গণি, মুজিবুর রহমান, নুরুল ইসলাম, আবুল মুনছুর, রূপসী দাশ, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, রুবেল দাশ, শফিউল আলম, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, মো. নাজিম, হাসান মুরাদ, আবদুল মান্নান, সরওয়ার কামাল মুসলেহ উদ্দিন রাজিব, মোস্তাক আহমদ, এসএম খলিলুজ্জামান আমিরী, ইলিয়াছ চৌধুরী, মো. সোহেল, শেখ সাইফুল ইসলাম, আবদুল মাবুদ, আহমদ নূর চৌধুরী।
আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে মনোনয়ন পত্র বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৬ জানুয়ারি ও ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি। ইতোমধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করে জমা করেছেন ৪৫জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জমা করেছেন ১০জন।