পটিয়া ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়া পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে উদযাপন করা হয়েছে। আজ ৪ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।
পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক অজয় শীলের সভাপতিত্বে এবং পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শেখ সোহেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য জয়নাল আবেদীন রাসেল, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আবু তৈয়ব সোহেল, যুবলীগ নেতা সাইদুল হাসান রুবেল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আশিস দে, আনিসুল ইসলাম পারভেজ, পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আলভী,আদনান সাঈদ ও আহবায়ক কমিটির সকল ছাত্রলীগ নেতৃবৃন্দরা।