নিজস্ব সংবাদ দাতা,পটিয়া : মানবিক সংগঠন পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষাস ম্পন্ন হয়েছে। ২৩ ডিসেম্বর (শুক্রবার) সকালে পটিয়া উপজেলার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগে মদিনা ইসলামিক স্কুলে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২৮টি স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা জাকারিয়া ডালিম, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম সহ অতিথি বৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। আগামী ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হবে। মানবিক সংগঠন পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবিক ড. জুলকারনাইন চৌধুরী জীবন এলাকার অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সকলের সহযোগিতা পেলে পটিয়াতে কর্মকান্ড আরো ব্যাপকভাবে বাড়ানো হবে।