নিজস্ব সংবাদদাতা, পটিয়া :
নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি চন্দনাইশ চামুদরিয়া উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহসান ফারুক, হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আ ন ম সেলিম,সহকারী প্রধান শিক্ষক এএমএম শাহজাহান সিরাজী, চামুদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক টমসন দাশ, অভিভাবক সদস্য গোলাম কিবরিয়া,নিবু বড়ুয়া, কামাল উদ্দিন হেলাল, ইউপি সদস্য হাবিবুর রহমান,শিক্ষক প্রতিনিধি রুমা বড়ুয়া,আরশেদুল আলম প্রমূখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব। প্রতি বছরের ন্যায় এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই পৌঁছে দিয়েছে। তিনি বই নিয়ে নিয়মিত পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের উপদেশ দেন।