ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বিভিন্নজাতের বীজ বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক প্রচার সেলের সদস্য ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা ও বীজ বিতরন করা হয়। এ উপলক্ষ্যে জিরি ইউনিয়নের ছাবেরিয়া-খলিলীয়া মাদ্রাসার হল রুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ মোরশেদ। বক্তব্য রাখেন- কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলামসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে উপজেলার জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া, কোটারপাড়া ও কৈয়গ্রামের দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বীজ বিতরন করা হয়।
বক্তারা বলেন- নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার অসহায় মানুষের জন্য বিভিন্নভাবে সহায়তা করছেন। ইতোমধ্যে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী, বীজ বিতরনের পাশাপাশি চিকিৎসা ব্যয় ও শিক্ষা সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।