ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটিয়া মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারে তিনশত শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদের সভাপতিত্বে পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছহাক মেম্বার অনুষ্টান সঞ্চালনা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাস্টার সিরাজুল ইসলাম,বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আশেন্দু বিকাশ দস্তধীর, পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইউনুচ মিয়া, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডিএম জমির উদ্দিন, মহিলা নেত্রী ফেরদৌস বেগম, আওয়ামী লীগ নেতা বেলাল শরীফ, হাসান শরীফ, সুজন বড়ুয়া, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, এস.পি কামাল উদ্দিন, তৌহিদুল আলম জুয়েল, সাইফুল ইসলাম সাইফু, বিদান দাশ, সাইফুল ইসলাম জুয়েল, ছৈয়দ নুর, বাদশা মিয়া, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাকিব হোসেন, যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম, জয়নাল আবেদিন রিফাত প্রমূখ।