ডেস্ক রিপোর্ট :
পটিয়ায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের কম্বল বিতরণ কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার বিকেলে মুন্সেফ বাজারস্হ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা মৎস্যজীবী লীগের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পাচুরিয়া কলেজ গেইট এলাকায় মৎস্যজীবি লীগের উদ্যোগে আয়োজিত এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করার সময় স্থানীয় নওশাদের নেতৃত্বে কয়েক জন মঞ্চটি তাদের পৈত্রিক জায়গায় তৈরির করার ইস্যু তুলে বাকবিতন্ডায় জড়ায়। এসময় তারা দলবল নিয়ে কর্মসূচী পালনে বাধা দেয়। এক পর্যায়ে মঞ্চ ভাংচুর করে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এসময় আমরা বাধা দিতে গেলে তারা পূর্বপরিকল্পিত ভাবে আগ থেকেই উৎপেতে থাকা সন্ত্রাসীদের দিয়ে আমরা কিছু বুঝে উঠার আগেই তারা আমাদের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আমার পকেটে থাকা নগদ ৪০ হাজার টাকা, ৬০ হাজার টাকা দামের একটা মোবাইল ফোন ছিনিয়ে নেন সন্ত্রাসীরা। আমি নিজেও হামলার শিকার হই। এ ছাড়াও দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগ নেতা লিটন, জুয়েল ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আতিক , কলেজ ছাত্রলীগ নেতা রবিন সন্ত্রাসীদের হামলায় গুরতর আহত হয়ে বর্তমানে তারা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক ছোটন সরকার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েল, উজ্জ্বল ঘোষ, ছোটন, সৈয়দ নুর, আরিফুর রহমান, খোরশেদ আলম, আকতার হোসেন প্রমুখ।