1. bikashjanakantha@gmail.com : bikashjanakantha@gmail.com :
  2. admin@patiyapratidin.com : patiyaprate :
November 3, 2024, 4:30 am

পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফের ওরশ মাহফিল সম্পন্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Sunday, March 5, 2023
  • 130 Time View

ডেস্ক রিপোর্ট : ১৭ ফাল্গুন ২ মার্চ ২০২৩ (বৃহস্পতিবার) হযরত পীরানে পীর দস্তগীর, মাহবুবে সোবহানি কুতুবে রব্বানী পীর মীর মহিউদ্দীন গাউসুল আজম জিলানী (কঃ)’র ৯৭০ তম ও সুলতানপুরী পরিচালনায় ২৬৭ তম ঐতিহাসিক ওরছ এ মোকাদ্দাস মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে। লাখো আশেকানদের অংশগ্রহনে দরবার এ পাকের আশপাশ সহ প্রায় পুরো পটিয়া জুড়েই ছিলো ভক্তদের সমাগম। এই উপলক্ষে আয়োজিত মাহফিলে ছদারত করেন সাতগাছিয়া দরবার ল শরীফের বর্তমান ছাহেবে সাজ্জাদানশীন হুজুর গাউছে দাওরান আলহাজ্ব শাহসূফি মাওলানা শেখ সৈয়দ আবুল মক্বছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (ম:) ওরফে বড় মিঞা হযরত কেবলা।

আখেরী মুনাজাত পরিচালনা করেন নায়েব সাজ্জাদানশীন শায়খুত তরিক্বত ইমামুল আশেক্বীন আলহাজ্ব শাহসূফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ) ওরফে শাহজাদা হযরত।ওরশ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আন্জ্ঞুমান এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV