1. bikashjanakantha@gmail.com : bikashjanakantha@gmail.com :
  2. admin@patiyapratidin.com : patiyaprate :
November 3, 2024, 3:29 am

আশিয়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Monday, March 6, 2023
  • 720 Time View

ডেস্ক রিপোর্ট : পটিয়া উপজেলার আশিয়া এ এফ সি’র উদ্যেগে ৩য় বারের মতো দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর উদ্বোধন হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারী) রাত আটটায় দক্ষিণ আশিয়া মিয়াজি মসজিদের পাশে অস্থায়ী মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসেন।

মোঃ রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, উদ্বোধক আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী চৌধুরী, প্রধান বক্তা আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ এরশাদ মেম্বার, মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদ মোঃ ফারুক, আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার, যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক আবু জাফর বাবুল, সম্পাদক ইতেকারুল চৌধুরী অপু, সহ সম্পাদক আতিকুর রহমান,মোঃ জাহাঙ্গীর সওদাগর আশিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাবেক যুগ্ন আহবায় মোঃ গালিব চৌধুরী, আব্দুর রহিম, মোঃ রাশেদুল আলম, যুবলীগ নেতা মহিউদ্দিন, মোঃ মুন্সি মিয়া, তাজুল চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী খেলায় আশিয়া আলোকিত ফুটবল একাদশ বনাম মালিয়ার বটতলী ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। আশিয়া আলোকিত ফুটবল একাদশ দুই এক গোলে জয়লাভ করে। ম্যান অব ম্যাচ হন মোঃ শাকিব। এসময় প্রধান অতিথি বলেন, যুব সমাজকে বিপথ থেকে দূরে রাখতে হলে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। ক্রীড়া মানুষের শরীর ও মন ভালো রাখে। মাদক মুক্ত সমাজ করতে খেলাধুলার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV