1. bikashjanakantha@gmail.com : bikashjanakantha@gmail.com :
  2. admin@patiyapratidin.com : patiyaprate :
November 3, 2024, 2:59 am

গণহত্যা দিবসে পটিয়ায় আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Saturday, March 25, 2023
  • 133 Time View

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন উপলক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৫ মার্চ) পটিয়া ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মােতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব‍্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, সিনিয়র মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, তথ্য অফিসার উজ্জ্বল শীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মৃন্ময় দাশ, পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল আন সাকিব, শিক্ষক চাঁদ সুলতান, ফারজানা আকতার প্রমুখ।

সভায় প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চের ভাষনে স্বাধীনতার দিক নির্দেশনা
দিয়েছেন। তিনি ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ঐদিন রাতেই পাকিস্তানি শোষক গোষ্ঠী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পূর্ব পাকিস্তানের কারাগারে নিয়ে যায়। বাঙালি জাতি বঙ্গবন্ধুর ৭ মার্চের নির্দেশনা অনুযায়ী দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে একাত্তরের পরাজিত শক্তির মদদপুষ্ট একদল উচ্চ বিলাসী সামরিক বাহিনী স্বপরিবারে হত্যা করে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এদিকে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বিগত সাড়ে ১৪ বছর ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। এ সরকারের অধীনে সারাদেশে স্কুল,কলেজ,মাদ্রাসা, মন্দির ও রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV