ডেস্ক রিপোর্ট :বীর পটিয়ার সূর্য সন্তান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দীন এম এ ওয়াদুদ – বীর প্রতীক এবং সামিমা ওয়াদুদের একমাত্র সুযোগ্য কন্যা সোহানা ওয়াদুদ আহমেদ (রিওয়া) পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সোহানা ওয়াদুদ তাঁর পিএইচডি সম্পন্ন করেন বিশ্বের স্বনামধন্য ইউনিভার্সিটি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি), থাইল্যান্ড থেকে।
তাঁর পিএইচডি বিষয় বস্তু ছিল Financial Innovation. An article, Mobile financial services and household welfare in a developing economy: boon and bane এবং জার্নাল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি ম্যানেজমেন্ট, এমারল্ড পাবলিকেশন-এ প্রকাশের জন্য গৃহীত হয়েছে।
ডঃ সোহানা ওয়াদুদ আহমেদ সম্প্রতি দি এডুকেশন ইউনিভার্সিটি অফ হংকং যোগদান করেছেন । তিনি তাঁর পরিবার নিয়ে হংকং এ বসবাস করেন এবং তিনি ২ (দুই) কন্যা সন্তানের মা।
জেনারেল এ এম এ ওয়াদুদ এবং সামিমা ওয়াদুদের একমাত্র সন্তান ডঃ রাসিক ওয়াদুদ গত ডিসেম্বর ২০২১ লন্ডন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরিবার নিয়ে লন্ডনে বসবাস করেন।
আমরা জেনারেল ওয়াদুদ সাহেব এবং তাঁর বীর পরিবারের দীর্ঘায়ু , সুস্বাস্থ্য এবং আরও উন্নতর সাফল্য কামনা করি।